অনেক সময় কথা বলতে বলতে মোবাইল ব্যালেন্স ফুরিয়ে গিয়ে কল কেটে যায়, যা অত্যান্ত বিরক্তিকর। আর এই বিরক্তিকর সমস্যার স্মার্ট সমাধান হিসেবে bKash নিয়ে আসলো bKash Auto Recharge সার্ভিস।

বিকাশ গ্রাহকরা এখন যে কোন সময়, যে কোন জায়গায় তার রেজিস্টার করা বিকাশ নাম্বারে ১০ টাকা বা তার কম ব্যালেন্স থাকলে অটো রিচার্জ পেয়ে যাবেন। তার জন্য বিকাশ একাউন্টে অটো রিচার্জ সার্ভিস চালু করতে হবে। 

bKash Auto Recharge, How to enable bKash Auto Recharge, বিকাশ অটো রিচার্জ কিভাবে চালু করব

রেজিস্টার করা নাম্বারে অটো-রিচার্জ সার্ভিস একটিভ করার পর, মোবাইলের ব্যালেন্স ১০ টাকা অথবা তার কম হলেই আপনার নির্ধারণ করা রিচার্জ অ্যামাউন্টটি (২০ টাকা -১০০০ টাকা) স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। রিচার্জ অ্যামাউন্টটি গ্রাহক যেকোনো সময় তার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। আর একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৩ বার অটো রিচার্জ নিতে পারবেন।

বর্তমানে এয়ারটেল, রবি এবং বাংলালিংক গ্রাহকরা বিকাশ অ্যাপ ও *247# ডায়াল করে এই সার্ভিসটি উপভোগ করতে পারবেন।

কিভাবে বিকাশ অ্যাপ থেকে অটো-রিচার্জ চালু করবেনঃ

  • প্রথমে আপনার বিকাশ অ্যাপে লগ-ইন করে Mobile Recharge এ ক্লিক করুন।
  • তারপর আপনার বিকাশ নাম্বারটি প্রবেশ করান।
  • তারপর Check Auto-Recharge Settings এ ক্লিক করুন।
  • তারপর Active Auto-Recharge অপশানটি অন করে দিন।
  • তারপর অটো-রিচার্জ অ্যামাউন্টটি (২০ টাকা -১০০০ টাকা) প্রবেশ করান।
  • তারপর আপনার গোপন পিন নাম্বারটি প্রবেশ করান।
  • তারপর Tap and hold to activate Auto-Recharge চেপে ধরলেই অটো-রিচার্জ সার্ভিসটি চালু হয়ে যাবে।
 

কিভাবে *247# ডায়াল করে অটো-রিচার্জ চালু করবেনঃ

  • প্রথমে আপনার বিকাশ নাম্বার থেকে *247# ডায়াল করুন।
  • তারপর মোবাইল রিচার্জের জন্য ৩ চাপুন।
  • তারপর আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন।
  • তারপর Auto-Recharge অপশনের জন্য ৩ চাপুন।
  • তারপর Auto-Recharge চালু করার জন্য ১ চাপুন।
  • তারপর পছন্দের অ্যামাউন্ট সিলেক্ট করুন।
  • তারপর বিকাশ পিন নাম্বার দিয়ে কনফার্ম করে অটো-রিচার্জ প্রক্রিয়াটি সম্পন্ন করুন।