গত ৫ অক্টোবর মাইক্রোসফট তাদের নতুন ওপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ আনুষ্ঠানিক ভাবে বাজারে আনে। নতুন এই অপারেটিং সিস্টেম চালাতে ব্যবহারকারীদের নতুন কিছু সিস্টেম রিকয়ারমেন্ট Secure Boot এবং Trusted Platform Module (TPM) 2.0 সাপোর্টেবল ডিভাইস থাকতে হবে। আপনার ওপারেটিং সিস্টেম যদি Windows 10 এর 2004 বা তার পরবর্তী ভার্সনের হয়ে থাকে তাহলে ফ্রিতে Windows 11 আপগ্রেড করতে পারবেন সেক্ষেত্রে আপনার সিস্টেম মিনিমাম রিকয়ারমেন্ট এর আওতায় থাকতে হবে।

এছাড়া আপনি মাইক্রোসফট ওয়েবসাইট থেকে Windows 11 ISO ফাইল ডাউনলোড করে ফ্রেস ইনস্টালেশন চালাতে পারেন।

Windows 11 ISO

কিভাবে Windows 11 ISO ডাউনলোড করবেন (How to download Windows 11 ISO):

Windows 11 ISO ডাউনলোড করতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ

১. প্রথমে আপনার প্রিয় ব্রাউজারটি ওপেন করে  Windows 11 ডাউনলোড পেইজ ভিসিট করুন।

২. তারপর নিচের দিকে স্ক্রল করে “Download Windows 11 Disk Image (ISO)” অপশানটি খুজে নিন।

Download Windows 11 Disk Image, Download Windows 11 ISO

৩. তারপর ড্রপ-ডাউন থেকে Windows 11” সিলেক্ট করে “Download” এ ক্লিক করুন।

৪. তারপর “Select the product language” থেকে English সিলেক্ট করে “Confirm” এ ক্লিক করুন।

Download Windows 11 ISO Eng

৫. তারপর “64-bit Download” এ ক্লিক করে ডাউনলোড শুরু করুন।

Windows 11 Download-3