আমরা অনেকে হয়তো জানি না বিকাশ একাউন্ট থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠানো যায়। হ্যা ঠিক পড়ছেন, মাত্র কয়েক সেকেন্ডে বিকাশ থেকে নিদ্দিষ্ট কয়েকটি ব্যাংকে স্বল্প খরচে ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবেন।

টাকা ট্রান্সপারের ক্ষেত্রে দিনে সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্ছ ৫০,০০০ টাকা এবং মাসে সর্বোচ্ছ ৩, ০০,০০০ টাকা পাঠাতে পারবেন।

বর্তমান বিকাশ থেকে ট্রান্সপার মানি চার্জ মাত্র ১% । সুতরাং যাদের বিকাশ একাউন্ট এবং ব্যাংক একাউন্ট আছে তাদের জন্য একটি ছোট ট্রিকস হলো, 

আপনার যদি বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করার প্রয়োজন হয়, তাহলে ক্যাশ আউট না করে ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সপার করে কার্ড দিয়ে টাকা তুলে নিতে পারেন। সেক্ষেত্রে ক্যাশ আউটের অতিরিক্ত চার্জ কিছুটা বেচে যাবে।

Bkash to Bank Money Transfer

বিকাশ থেকে যে সকল ব্যাংকে টাকা ট্রান্সপার করা যাবেঃ

বর্তমানে বিকাশ থেকে ৯ টি ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে। ব্যাংকগুলো হলোঃ

  • এবি ব্যাংক লিমিটেড
  • অগ্রণী ব্যাংক
  • ব্র্যাক ব্যাংক
  • সিটি ব্যাংক
  • কমিউনিটি ব্যাংক বাংলাদেশ
  • ঢাকা ব্যাংক লিমিটেড
  • ইস্টার্ণ ব্যাংক লিমিটেড
  • আইএফআইসি ব্যাংক লিমিটেড
  • সোনালী ব্যাংক
 

বিকাশ থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর নিয়মঃ

বিকাশ থেকে ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন। 

  • প্রথমে বিকাশ অ্যাপ এ লগ ইন করে “ট্রান্সফার মানি” অপশানে ক্লিক করুন।
  • তারপর ব্যাংক একাউন্টে ক্লিক করে সব ব্যাংশ অপশান থেকে আপনার ব্যাংকটি সিলেক্ট করে ব্যাংক একাউন্ট যোগ করুন

  • তারপর আপনার একাউন্ট নাম্বার ও একাউন্ট টাইটেল দিয়ে ব্যাংক একাউন্টটি এ্যাড করুন।
  • তারপর আবার “ট্রান্সফার মানি” অপশানে ক্লিক করে ব্যাংক একাউন্ট সিলেক্ট করুন।
  • তারপর যে পরিমান টাকা পাঠাবেন তা টাইপ করে আপনার BKash পিন নম্বরটি দিয়ে “ট্রান্সফার মানি করতে ট্যাপ করে ধরে রাখুন”