আপনার ফোন কিছুক্ষণ চালালেই যদি গরম হয়ে যায়, তাহলে আপনি একা নন। অনেক ব্যবহারকারী প্রতিদিন এই সমস্যার মুখোমুখি হন। ফোন গরম হওয়া শুধু বিরক্তিকর নয়, দীর্ঘমেয়াদে এটি ফোনের পারফরম্যান্স ও ব্যাটারির ক্ষতি করে।
এই পোস্টে আমরা আলোচনা করব:
✅
ফোন গরম হওয়ার কারণ
✅
কী করলে ফোন ঠান্ডা
থাকবে
✅
কনফিগারেশন ও অ্যাপস সেটিংস
টিপস
❗ ফোন গরম হওয়ার সাধারণ কারণ
১. একাধিক অ্যাপ একসাথে চালানো
– ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ একসাথে
কাজ করলে প্রসেসর বেশি
চাপ খায়।
২. গেম বা হেভি অ্যাপ বেশি সময় চালানো
– হাই গ্রাফিক্স গেম চালালে GPU এবং
CPU দ্রুত গরম হয়।
৩. চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করা
– ফোন চার্জিং অবস্থায় ব্যবহার করলে ব্যাটারি ও
প্রসেসর একসাথে গরম হয়।
৪. দীর্ঘক্ষণ মোবাইল ডেটা বা GPS চালু থাকা
– নেটওয়ার্ক সার্চিং প্রসেস ফোনকে বেশি গরম করে।
৫. ফোনের কেস বা কাভার থেকে হিট বের হতে না পারা
– অনেক সময় মোটা কেস
হিট আটকিয়ে রাখে।
✅ ফোন গরম হলে যা করবেন
🔹 অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন
Settings → Apps → Running Apps → Force Stop
🔹 চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার বন্ধ রাখুন
🔹 একসাথে বেশি অ্যাপ না চালিয়ে পর্যায়ক্রমে ব্যবহার করুন
🔹 ফোনের ব্রাইটনেস কমিয়ে দিন বা অটো ব্রাইটনেস চালু করুন
🔹 ব্যাকগ্রাউন্ড অ্যাপস ও লোকেশন সার্ভিস বন্ধ রাখুন যখন দরকার নেই
🔹 মোবাইল কভার খুলে দিন যখন ফোন গরম হতে শুরু করে
🔹 গেম খেলার সময় ফোনকে 'Game Mode' বা 'Battery Saver' এ রাখুন
🔹 Storage Full থাকলে কিছু ফাইল ডিলিট করুন বা ক্লাউডে ট্রান্সফার করুন
🧊 অতিরিক্ত টিপস
✅ প্রতি
সপ্তাহে একবার ফোন রিস্টার্ট করুন
✅
Google Play Services এবং
অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাপ আপডেট রাখুন
✅
Clean Master বা Phone
Cooler-type অ্যাপ এড়িয়ে চলুন – অনেকসময় এগুলো নিজেই ফোন স্লো করে
0 Comments