যারা HoneyGain থেকে আয় করছেন তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ । কারণ আজ আপনাদের সাথে HoneyGain এর নতুন কিছু আপডেট তুলে ধরবো যা সত্যিই আপনার কাজে লাগবে, আর শেষের দিকে আমার সর্বশেষ পেমেন্ট প্রুফটি দিব।

HoneyGain কি , HoneyGain থেকে কোন কাজ না করে কিভাবে আয় করবেন তা নিয়ে আমি পূর্ববর্তী পোস্টে আলোচনা করছি। যারা মিস করেছেন তারা নিচের লিঙ্কে ক্লিক করে বিস্তারিত দেখে নিতে পারেন।

ফ্রিতে কোন কাজ না করে আপনার অব্যবহৃত ট্রাফিক শেয়ার করে আয় করুন।

HoneyGain এর নতুন আপডেটঃ

HoneyGain বিশ্বের বিখ্যাত মাইক্রোটাস্ক মার্কেটপ্লেস JumpTask এর সাথে অংশীদারিত্ব করেছে। যার ফলে HoneyGain ব্যবহারকরীরা HoneyGain Credit আর্নিং এর পরিবর্তে JumpTask মোডে সুইচ করে Jump Token আয় করতে পারবে। 

JumpTask মোডে সুইচ করলে কি ‍কি সুবিধা পাবেনঃ

১. JumpTask মোডে সুইচ করলে আপনার প্রতিদিনের আয়ের অতিরিক্ত ৫০% বোনাস Honeygain ক্রেডিট পাবেন।

২. আপনার JumpTask ক্রেডিট যে কোন সময় সর্বনিম্ন যে কোন এমাউন্ট ইনস্ট্যান্টলি Jump Token এ কনভার্ট করে Trust Wallet এ উইথড্র করতে পারবেন। যা পূর্বে HoneyGain ক্রেডিট থেকে Bitcoin , Litecoin বা অন্য কয়েনে সর্বনিম্ন ২০ ডলার হলে Withdraw করা যেত।

কিভাবে JumpTask মোডে সুইচ করবেনঃ

১. প্রথমে ব্রাউজারে গিয়ে HoneyGain ড্যাশবোর্ডে প্রবেশ করুন।

২. তারপর উপরের ডানপাশে Honeygain এবং JumpTask মোডের মাঝে সুইচ মোড অপশনটিতে ক্লিক করে মোড পরিবর্তন করুন।

Honeygain to JumpTask mode convert
 

Jump Token কিভাবে Withdraw করবেনঃ

১. প্রথমে আপনার Trust Wallet অথবা Metamask এ Jump Token (JMPT) টি Add করুন। 

Jump Token Contact Adresss (0x88d7e9b65dc24cf54f5edef929225fc3e1580c25) Network BEP20

২. তারপর  HoneyGain ড্যাশবোর্ড থেকে JumpTask Dashboard এ ক্লিক করুন।

JumpTask Dashboard

৩. তারপর WALLETCONNECT এ ক্লিক করে Trust Wallet টি কানেক্ট করুন।

Wallet Connect with JumpTask

৪. তারপর TRANSFER TO MY WALLET এ ক্লিক করলেই আপনার Trust Wallet এ Jump Token টি সাথে সাথে পেয়ে যাবেন।

JUMP Withdraw, Honeygain Withdraw

৫. তারপর PancakeSwap (V2) এর মাধ্যমে Jump Token (JMPT) গুলো BUSD তে কনভার্ট করে নিতে পারবেন।

HoneyGain এর পেমেন্ট প্রুফঃ

নিচে আমার পেমেন্ট পেমেন্ট প্রুফটি শেয়ার করলাম।

Honeygain Payment Proof

তো আজ এই পর্যন্ত, কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন ,অথবা ফেসবুক পেইজের ইনবক্সে যোগাগোগ করুন।